এক বছরেও স্থিতিশীল হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। ব্যবসাবাণিজ্যসহ নানা ক্ষেত্রে চাঁদাবাজি, মব সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যসহ বহুমুখী নাশকতামূলক কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যাচ্ছে। জেলা-উপজেলা এমনকি শহরতলি পর্যন্ত হয়ে উঠছে ক্রাইম জোন। চাঁদাবাজি-ছিনতাই, চুরি-ডাকাতি, খুন নৈমিত্তিক ঘটনায় পরিণত হচ্ছে। যেন এসব দেখা এবং প্রতিরোধের কেউ নেই। কিংবা সেসব বাহিনী সক্ষমতা হারিয়ে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। ‘ক্রাইম জোন গাজীপুর : মারধরের ভিডিও করায় সাংবাদিক তুহিন খুন। মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। কক্সবাজারে হত্যার পর অ্যাম্বুলেন্সে লাশ এনে ফেলা হলো সৈকতে। নাটোরে সড়কে রক্তমাখা প্রাইভেট কার, পাশে গলা কাটা লাশ’- এই শিরোনামগুলো ছাপা হয় গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায়। দেশের আইনশৃৃঙ্খলা পরিস্থিতি কোন তলানিতে ঠেকেছে- এ থেকে সে চিত্র খ্বুই স্পষ্ট। এবং অবশ্যই তা দুঃখ ও দুর্ভাগ্যজনক। দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। খোদ পুলিশ সদরের এক তথ্যে প্রকাশ- চব্বিশের জুলাই থেকে এ বছর জুন পর্যন্ত দেশে খুনের মামলা প্রায় ৪ হাজার। চলতি বছরের প্রথম ছয় মাসেও এ সংখ্যা হাজার-ছোঁয়া। এ ছাড়া ডাকাতি-দস্যুতা, অপহরণ-ধর্ষণ, দাঙ্গা, পিটিয়ে হত্যার দীর্ঘ উদ্বেগজনক পরিসংখ্যান রয়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়- চব্বিশের আগস্ট থেকে পঁচিশের জুন পর্যন্ত দেশে অন্তত ১৬৪ জন সাংবাদিক আক্রমণের শিকার হয়েছেন। এরপরও দায়িত্বশীল ব্যক্তিদের কেউ বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। কেউ বলছেন উন্নতি হচ্ছে। কী বিস্ময়কর বক্তব্য! আবার এখনো অনেকে মনে করেন, স্বৈরাচার পতনের পর যে কদিন পুলিশের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়, গণ আন্দোলনে বিতর্কিত ভূমিকায় তাদের ভাবমূর্তির যে ক্ষতি হয়- তা এখনো কাটিয়ে উঠতে পারেনি এই বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে এসেও এ কথা গ্রহণযোগ্য নয়। বিশেষত যখন তাদের পাশে বিচারিক ক্ষমতা নিয়ে সেনাবাহিনীও মাঠে রয়েছে। সার্বিক বিষয় নিয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। জনগণের জানমাল, সম্ভ্রমের নিরাপত্তা দেওয়া সরকারের অবশ্যকর্তব্য। এখানে কোনো অজুহাতের সুযোগ নেই।
শিরোনাম
- জুলাই সনদ : রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু
- টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বৃষ্টি ও ধসে বহু প্রাণহানির আশঙ্কা
- শিশুদের শোতে বিতর্কিত ট্রান্স চরিত্র, নেটফ্লিক্স বয়কটের আহ্বান মাস্কের
- গুগল-মাইক্রোসফটের বদলে দেশীয় অ্যাপ ব্যবহারের আহ্বান ভারতীয় মন্ত্রীদের
- নরসিংদীতে পুলিশ কর্মকর্তার উপর হামলায় থানায় মামলা, গ্রেফতার ৭
- হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
- সাত অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি
- কাশির সিরাপ বিষক্রিয়ায় ১১ শিশুর মৃত্যু, মধ্যপ্রদেশে চিকিৎসক গ্রেফতার
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
- ইতিহাসে প্রথমবার কোনো ব্যক্তির সম্পদ ৫০০ বিলিয়ন
- ইসরায়েলে গ্রেটা থুনবার্গসহ ফ্লোটিলা কর্মীদের অমানবিক নির্যাতনের অভিযোগ
- ভিডিও তৈরির অ্যাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ওপেনএআই, আসছে আয়ের সুযোগ
- মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআরের
- শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দিলেন ট্রাম্প
- ম্যানসিটিতে পথচলা আরও দীর্ঘ হচ্ছে সাভিনিয়োর
- হামাস সম্মতি দিলেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প
- বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান কত?
- এক ঘুমহীন মানুষের অস্থিরতার গল্প ‘নিদ্রাসুর’
- সাদাপাথর লুটের মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার
- ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ, লন্ডনে গ্রেফতার প্রায় ৫০০
আইনশৃঙ্খলার অবনতি
জানমাল-সম্ভ্রমের নিরাপত্তা চাই
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর