‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’। কিন্তু আর কত? অনন্তকাল ধরেই কি আমাদের নানা ব্যর্থতা, অব্যবস্থাপনার ক্ষেত্রে কবির এ খেদোক্তি প্রযোজ্য হতে থাকবে? প্রশ্নটা উঠল; সৌরবিদ্যুতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি দাম এবং উৎপাদনে পিছিয়ে বাংলাদেশ-এই সংবাদের প্রেক্ষাপটে। দেখা যাচ্ছে, বাংলাদেশে প্রতি কিলোওয়াট ঘণ্টা সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ খরচ ১০ টাকার বেশি হওয়ার সংগত কারণ নেই। কিন্তু খরচ হচ্ছে ১৬ টাকার বেশি। প্রতিবেশী দেশ ভারতে এ খরচ সর্বোচ্চ ৩ টাকা, পাকিস্তানে ৭ টাকা। অর্থাৎ ভারত ও পাকিস্তান থেকে আমাদের দেশে এ খাতে উৎপাদন খরচ যথাক্রমে ৫ এবং ২ গুণের বেশি। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি এজেন্সির তথ্য বলছে, বিশ্বে প্রতি কিলোওয়াট ঘণ্টা সৌরবিদ্যুৎ উৎপাদনে গড় খরচ বাংলাদেশি মুদ্রায় ৫ দশমিক ২৮ টাকা। বিশ্বে যে ধারায় সৌরবিদ্যুতের উৎপাদন খরচ কমছে, বাংলাদেশে সে ধারা তো খাটছেই না, বরং উল্টো। এ দেশে প্রতি কিলোওয়াট ঘণ্টা সৌরবিদ্যুৎ উৎপাদন খরচ সর্বনিম্ন ১১, সর্বোচ্চ ১৬ টাকা। নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের সর্বশেষ তথ্য এ সত্যই তুলে ধরল। এদিকে বিদ্যুৎ বিভাগের ভাষ্য, দেশে মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে মাত্র ৫ দশমিক ৬ শতাংশ সৌরবিদ্যুৎ। ভারতে এ হার ২৪ এবং পাকিস্তানে ১৭ শতাংশ। অর্থাৎ বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদন খরচ পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই যথেষ্ট বেশি হলেও, উৎপাদনে বহু গুণ পিছিয়ে। বিশেষজ্ঞ বিশ্লেষণে, দেশে প্রয়োজনীয় জমির অভাব এবং যন্ত্রাংশে আমদানিনির্ভরতা সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এ সংকট কাটানো কঠিন নয়। শুধু চাই বাস্তবভিত্তিক সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন। দেশে এ কাজে ব্যবহারযোগ্য জমির অভাব নেই, কর্তৃপক্ষ পদক্ষেপ নিলেই এর সুরাহা সম্ভব। যন্ত্রাংশও দুর্লভ বা দুর্মূল্য নয়। প্রয়োজনে শুল্কমুক্ত সুবিধায় এগুলো আমদানির সুবিধা সরকার দিতেই পারে। দরকার প্রকৃত আন্তরিক সদিচ্ছা, সৎ কর্মোদ্যোগ এবং বাস্তবায়নের কঠিন সংকল্প। জ্বালানিসংকটের দেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং আগ্রহী বেসরকারি উদ্যোক্তারা বিষয়টি নিয়ে অগ্রসর হবেন আশা করি।
শিরোনাম
- আতঙ্কে অনেক দেশের আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু
- নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া
- নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক
- ঢাকা-ইসলামাবাদ অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
- শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন সিভাসু’র অধ্যাপক হুমায়ুন
- কেন শান্তিতে নোবেল পাবেন না ট্রাম্প, যা বলছেন বিশেষজ্ঞরা
- কালকিনিতে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন, দোষীদের শাস্তি দাবি
- সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
- পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪৪
- নির্বাচনে গাদ্দাফির অর্থ ব্যবহার, দোষী সাব্যস্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
- গাজা ইস্যুতে ২১-দফা নতুন পরিকল্পনা ট্রাম্পের
- বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
- ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
সৌরবিদ্যুৎ
খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর