বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের বাবা কিডনি রোগে আক্রান্ত আবদুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। গতকাল রাজধানীর শ্যামলীর ঢাকা হাউজিং মসজিদ এলাকায় লামিয়াদের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আবদুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। পাশাপাশি ছোট্ট শিশু লামিয়ার প্রতি তারেক রহমানের স্নেহাশিস শুভেচ্ছার বিষয়টি অবহিত করেন। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ভ্যানচালক আবদুর রাজ্জাকের বাড়ি শরীয়তপুরে।
উল্লেখ্য, সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত ছয় বছরের লামিয়ার সেই কান্নার ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি আমরা বিএনপি পরিবারকে নির্দেশ দেন শিশুটির পরিবারের পাশে দাঁড়াতে।