শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাই মাল জব্দ করেছে বিজিবি। এই মাদক ও পণ্যের মূল্য অন্তত ৪০ লক্ষ টাকা। বৃহস্পতিাবর দুপুরে ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়ন এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শেরপুরের সীমান্তঘেষা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় মদ, ফুচকা, ওরিও বিস্কুট, নিভিয়া সফট ক্রিম, জিলেট ব্লেড এবং কম্বল পাচারের চেষ্টা করে। বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা এগুলো জব্দ করে।
জব্দকৃত জিনিসের মধ্যে ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নিভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, কম্বল ৮ পিস, জিলেট ব্লেড ১,২০,০০০ পিস এবং ১টি পিকআপ গাড়ি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও গাড়ি রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল