গত জুলাই-আগস্টের গণ আন্দোলনে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিকট প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় কূটনৈতিক টানাপোড়েনে নানা চাপান-উতোর চলছেই। অথচ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুদীর্ঘকালের এবং তা আকারে-প্রকারে কলেবরে সুবিশাল। একের পর এক বিভিন্ন বাংলাদেশি পণ্যের ওপর ভারত নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশও কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে। এতে দুই দেশকেই রপ্তানি হ্রাসের মুখে পড়তে হচ্ছে। এর সঙ্গে জড়িত বিপুলসংখ্যক উদ্যোক্তা, উৎপাদক, পরিবহন এবং বিপণনসংশ্লিষ্ট মানুষকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত ও ভুগতে হচ্ছে। ভারত বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির জন্য ট্রানজিট সুবিধা বাতিল করায় সমস্যা আরও গভীর হয়েছে। সমুদ্রপথে এসব পণ্য রপ্তানিতে দুই-তিন গুণ ব্যয় বহন করতে হবে। সময়ও লাগবে সর্বোচ্চ এক সপ্তাহের জায়গায় অন্তত ১৫ থেকে ৩০ দিন। এতে কিছু কৃষি ও খাদ্যপণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও থাকছে। সার্বিক পরিস্থিতিতে আশঙ্কা তৈরি হয়েছে চোরাচালান বৃদ্ধির। ভারতের সঙ্গে আমাদের চার হাজার কিলোমিটারেরও বেশি সুদীর্ঘ সীমান্ত। সবটা সুরক্ষিত তেমন দাবি করা যুক্তিযুক্ত হবে না। এই সুযোগে চোরাচালান প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে অর্থ উপদেষ্টাকে পাঠানো গোপন প্রতিবেদনে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের মতে, বৈধ পথে রপ্তানির সময় ও খরচ বাড়লে সীমান্ত চোরাচালান ও অবৈধ বাণিজ্য বৃদ্ধি পাবে। এ বিষয়ে অবহিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে টহল ও নজরদারি জোরদার করতে বলা হয়েছে। স্থলসীমান্তপথে আমদানি-রপ্তানি নিষেধাজ্ঞা দুই দেশের বিপুলসংখ্যক মানুষের জীবনে কর্মচ্যুতির দুর্ভোগ-দুর্দশা ডেকে এনেছে। অর্থনৈতিকভাবেও দুই দেশের গায়ে ক্ষতির আঁচ লাগাচ্ছে না-বললে তা অসত্য ভাষণ হবে। এ ক্ষেত্রে চাই চৌকশ কূটনৈতিক পদক্ষেপে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণ। বাংলাদেশে সরকার পরিবর্তনের বছরপূর্তি হবে আগামী ৫ আগস্ট। ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ এখন গলা উচিত বলে মনে করেন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। নইলে বৈধ বাণিজ্যের পথ একসময় রুদ্ধ করে দেবে অবৈধ চোরাচালান।
শিরোনাম
- গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি : তারেক রহমান
- রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
- আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক
- নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা
- মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ
- হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ-সাইফুদ্দিন
- জাতীয় দিবসে ১৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ভিয়েতনাম
- হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়ন ও হালনাগাদকরণে মতামত আহ্বান
- স্বস্তির খবর নেই সবজির বাজারে, চাল আমদানির খবরে কমছে দাম
- ইরানে চলতি বছর ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর : জাতিসংঘ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৫১৫
চোরাচালান বৃদ্ধির শঙ্কা
বৈধ বাণিজ্যের পথ খুলুন
প্রিন্ট ভার্সন
