রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাঁতার কাটতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিক্ষোভ করছেন তারা। রবিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা বলছেন, একটা মেয়ে দিনদুপুরে সাঁতার কাটতে গিয়ে মারা যায়, কর্তৃপক্ষ কী করে? মেডিকেল সেন্টার কী করে? কতবার সুইমিংপুল সংস্কারের দাবি জানানো হয়েছে। অথচ তারা সেটা করেনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তারা।
এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সায়মা হোসেন নামের এক ছাত্রীর মৃত্যু হয়। তিনি সমাজবিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং তার বাড়ি কুষ্টিয়ায়। ছাত্র সংসদ নির্বাচনে মন্নুজান হল সংসদ থেকে ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে তিনি পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা মর্মাহত। আমরা ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এমআই