আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম বলেছেন, সিরামিক উৎপাদনে গ্যাস হচ্ছে অক্সিজেন। উৎপাদনের সময় গ্যাসের চাপে সামান্যতম উঠানামাও যদি হয়, তাহলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যায়। শুধুমাত্র গ্যাস সংকটের কারণে ২০২১-২২ সালের দিকে সিরামিক উৎপাদনে প্রায় ৩০০ কোটি টাকা লোকসান গুণতে হয়েছে।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি জাতীয় দৈনিক আয়োজিত ‘অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে এ কথা বলেন তিনি।
খোরশেদ আলম বলেন, সিরামিক উৎপাদনে গ্যাস হচ্ছে অক্সিজেন। উৎপাদনের সময় গ্যাসের চাপে সামান্যতম উঠানামাও যদি হয়, তাহলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যায়। ২০২১-২২ সালের দিকে আকিজ সিরামিক থেকে প্রায় ৩০০ কোটি টাকা লোকসান করেছি শুধুমাত্র গ্যাস সরবরাহে সংকটের কারণে।
অনুষ্ঠানে প্যানেল আলোচকের বক্তব্যে খোরশেদ আলম বলেন, পরিস্থিতিই আমাদের বাধ্য করেছে বিকল্প উপায় বায়োমেসে যেতে। কিন্তু বায়োম্যাস উৎপাদনের জন্য যথেষ্ট না। এটা শুধুমাত্র সহায়ক ভূমিকা পালন করতে পারে। এরপরই আমরা ওমেরার সহায়তায় এলপিজিতে গিয়েছি। এ মুহূর্তে গ্যাস সংকটের কারণে সিরামিক্সে নতুন লাইন বসানোর চিন্তা করছেন না।
বিডি প্রতিদিন/আরাফাত