কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য কমোডিটি রেগুলেশস এর অনুমোদন চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। সিএসই ইতিমধ্যে কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য যাবতীয় প্রস্তুতি করেছে। রেগুলেশন অনুমোদন না হওয়ায় চালু করা যায়নি কমোডিটি এক্সচেঞ্জ।
আজ পুঁজিবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে এক বৈঠকে সিএসই বোর্ড ও স্টেক হোল্ডাররা এ দাবি তুলে ধরেন।
চট্টগ্রামের সিএসইর প্রধান কার্যালয়ে পুঁজিবাজারে সংস্কার এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দুটি পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক ড. মাহমুদ হাসান, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ।
বৈঠকে সিএসই কর্তৃপক্ষ বিভিন্ন দফা দাবি তুলে ধরেন। এরমধ্যে রয়েছে অদক্ষ, দুর্বল এবং নিষ্ক্রিয় লিস্টেড কোম্পানিগুলোর ব্যাপারে দ্রুত সঠিক পর্যালোচনা করে সিদ্ধান্ত। মাল্টি ন্যাশনাল কোম্পানিসমূহকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্তকরণের কার্যকরী উদ্যোগ গ্রহণ। লিস্টেড লোম্পানিসমূহের ডিভিডেন্ড ডিক্লারেশন বিষয়ক অনিয়ম দূরীকরণ। এছাড়াও একাধিক সিএসই কর্তৃপক্ষ পুঁজিবাজারে সংকট উত্তরণের কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন