ষড়ঋতুর স্নিগ্ধ পরশ
নীল আকাশ উড়ে,
সাদা মেঘের ভালোবাসায়
বৃষ্টি শরৎ জুড়ে।
জল উঠোনে কুমুদিনী
নিঃশ্বাস নিয়ে পড়ে,
যুগল প্রেমের উষ্ণকুঞ্জে
শাপলা পদ্ম ঝরে।
সহসা বৃষ্টি গুঁড়ি গুঁড়ি
ঢেউ নীরব ম্লান,
দল বেঁধে কিশোর কাটে
ঘাটে সাঁতার স্নান।
চন্দ্রমুখী হাওড় বিতান
আঁধার রাতে হাসায়,
ভালোবাসার জোড়া চোখ
নিঝুম স্বপ্নে ভাসায়।