সিরাজগঞ্জের কাজিপুরে বালুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তাসকিন বাবু (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মুন্নী খাতুন গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বাবা শরিফুল ইসলাম ও ছোট বোন তোহা মনি (৫) আহত হয়েছেন। এদিকে বিক্ষুব্ধ জনতা বালুর ট্রাকটিকে জালিয়ে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কাজিপুর-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা বগুড়া জেলার শেরপুর উপজেলার শালফা গ্রামের বাসিন্দা।
কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় পরিবার নিয়ে মোটর সাইকেল যোগে বেড়াতে এসেছিলেন শরিফুল ইসলাম। সন্ধ্যায় তারা ফেরার পথে শ্যামপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসকিন বাবু মারা যায়।
আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে মুন্নী খাতুনের অবস্থা আশংকাজনক। এদিকে দূর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা বালুর ট্রাকটিকে পুড়িয়ে দিয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/এএম