টাঙ্গাইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালেই শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন হাজীবাগ দরবার শরীফের পীরে তরিকত আব্দুল কুদ্দুস খুসরু। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল মালেক আনসারীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
বক্তারা নবী করিম (সা.)-এর জীবনী, শিক্ষা ও আদর্শ সম্পর্কে আলোচনা করেন এবং সমাজে তা অবলম্বন করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল