কুষ্টিয়ায় ‘সমৃদ্ধ দেশ বিনির্মাণে নারীর বহুমুখী ভূমিকা’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী ফোরাম, কুষ্টিয়া জেলা শাখা ও দিগদর্শন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, আইন, প্রশাসন ও গবেষণাক্ষেত্রের প্রায় ৬০০ নারী এতে অংশ নেন।
বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের প্রাণবন্ত অংশগ্রহণে সেমিনারটি এক অনুপ্রেরণামূলক মিলনমেলায় পরিণত হয়। শহর থেকে গ্রাম, শিক্ষার্থী থেকে শিক্ষক, চিকিৎসক থেকে গৃহিণী—সবার অংশগ্রহণ সেমিনারে সৃষ্টি করে অনন্য পরিবেশ।
সেমিনারের উদ্বোধনী বক্তব্যে ড. আরজুমান্দ আরা নাছিমা বলেন, ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ মানে কেবল অর্থনৈতিক অগ্রগতি নয়, বরং ন্যায়, মানবিকতা ও শান্তিনির্ভর সমাজ গঠন। এ লক্ষ্য পূরণে নারীর শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অংশগ্রহণ অপরিহার্য।’
মূল প্রবন্ধ উপস্থাপন করেন গড়াই মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. হাফিজা আক্তার। তিনি কুরআন, হাদিস ও ইসলামের ইতিহাস থেকে উদাহরণ টেনে বলেন, ‘নারী শুধুমাত্র পরিবার গঠনে নয়, বরং শিক্ষা, অর্থনীতি, সমাজ সংস্কার ও রাষ্ট্র নির্মাণেও সমান গুরুত্বপূর্ণ অংশীদার।’
প্রধান অতিথি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি বলেন, ‘নারীকে ভিকটিম নয়, সমাজের সহ-নির্মাতা হিসেবে দেখতে হবে। ইসলামী ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমেই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত সম্ভব।’
বিশেষ অতিথি প্রফেসর ড. শারমিন সুলতানা নারীদের জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘নারীদের নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখতে হবে, তবেই পরিবর্তন সম্ভব।’
সমাপনী বক্তব্যে অধ্যাপিকা মাসুমা পারভীন বলেন, ‘নারীর জ্ঞান, ঐক্য ও মর্যাদাবোধ জাগ্রত হলেই গড়ে উঠবে ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ।’
অতিথি ও অংশগ্রহণকারীরা মত দেন, নারী সমাজ ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ কল্পনাতীত। কুরআন ও সুন্নাহ প্রদত্ত মর্যাদা ও দায়িত্ব বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণ।
বিডি প্রতিদিন/জামশেদ