পঞ্চগড়ে সীমান্তবর্তী বিধবা ও অসহায় গৃহিনীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে “আয়ের আলো গৃহকোনে” প্রকল্পের আওতায় এসব ছাগল বিতরণ করা হয়।
জেলার পাঁচ উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে আসা ১৪০ নারীকে দুটি করে ছাগল দেওয়া হয়। ছাগল পুষে তারা ধীরে ধীরে খামার গড়ে তুলবেন এবং পরিবারের আয় বৃদ্ধি করবেন। নারীরা এ উদ্যোগের জন্য আনন্দ প্রকাশ করেছেন।
ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। তিনি বলেন, “দুই বছরের লালন-পালনের পর এগুলো থেকে আরও ৮–১০টি ছাগল উৎপাদন সম্ভব। এতে পরিবারগুলো স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবেদা হাফিজ স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক জেবুন্নাহার, এলজি বাংলাদেশের কর্পোরেট মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজী ফয়সাল-আল-আহসান, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, লাইট অফ লাইট ফাউন্ডেশনের সভাপতি বাবলুর রশিদ বাবলু এবং এলজি বাংলাদেশের অ্যাম্বাসেডর আব্দুল্লাহ রনি।
বিডি প্রতিদিন/হিমেল