নিজের বড়ো দালানে থাকে
সুধীর বোস,
তার বাড়িতে আছে নাকি
একটা মোষ।
সেই মোষটা সোফায় বসে
গান ধরে,
মাঝে মাঝে গরম কফি
পান করে।
বাইরে গেলে চড়ে বাবার
পুরোনো গাড়িতে,
দামি খাবার খেয়ে ফেরে
আবার বাড়িতে।
টাচ মোবাইলটা চালায় সে
ঘরে একাকী,
তোমরা কি কখনো পাবে
তার দেখা কি?
আসলে ভাই সেই মোষটা
বড়ই দুষ্টু মোষ,
সুধীর বোসের ছেলেটা সে
নাম অধীর বোস।