মেঘের ভেলায় শরৎ রানি
প্রতি বছর আসে,
শরৎ রানি দেশে এলে
কাশফুলেরা হাসে।
সাদা সাদা কাশফুলেরা
বাতাসে খুব দোলে,
প্রিয়ার মুখের হাসি দেখে
প্রেমিক কষ্ট ভোলে।
পেজা তুলা দেখতে সাদা
শরৎ রানি দেশে,
ভেসে চলে মেঘের ভেলা
বাতাস লাগে কেশে।
এমন দিনে বিলের মাঝে
শাপলা শালুক দেখে,
কবির মন হয়ে উতলা
কাব্য অনেক লেখে।
ফুলের বাগে ফুলের মেলা
দেখতে লাগে ভালো,
শরৎ রানি ফিরে এলে
দূরে সরে কালো।