চলতি বছরের ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ দিনের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে প্রবাসীরা ১ হাজার ৬৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ এক হাজার ৩০২ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৬ হাজার ৫৭৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ৪৪০ মিলিয়ন ডলার।
বিডি প্রতিদিন/জুনাইদ