বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ এক বিবৃতিতে বলেন, সরকার পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো শিক্ষা। দেশের লক্ষ লক্ষ শিশুদের প্রথম ধাপের জ্ঞান দান করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তাদের ন্যায়সঙ্গত দাবি উপেক্ষা করা হলে শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বেই। অতএব সরকারের দায়িত্ব হচ্ছে তাদের দাবি চিন্তাশীল ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে দ্রুত সমাধান করা।
তিনি আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের প্রতি এমন আচরণ দুঃখজনক। যে শিক্ষক সমাজ জাতির আগামীর মানুষ তৈরি করেন- তাদের সঙ্গে সংলাপ ও আলোচনার পরিবর্তে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দেশের শিক্ষা-পরিবেশ এভাবে অস্থির হওয়া কারো জন্যই কল্যাণকর নয়।
মহাসচিব আরও বলেন, বার্ষিক পরীক্ষা সামনে- এসময় দীর্ঘস্থায়ী কর্মবিরতি বা অচলাবস্থা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই সরকার এবং শিক্ষক সমাজ উভয়েরই দায়িত্বশীল অবস্থান জরুরি। সরকার দ্রুত উদ্যোগ নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে- এটাই জাতির প্রত্যাশা।
তিনি বলেন, আমরা আশা করি সরকার অহংকার ও কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের তিন দফা দাবি ন্যায়বিচার ও সহানুভূতির সাথে দেখবে এবং সমঝোতার মাধ্যমে আন্দোলনের অবসান ঘটিয়ে শিক্ষা-ব্যবস্থাকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন