অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা ও সমন্বয়হীনতার অভাবে বিভিন্ন ইস্যুতে বিতর্ক তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (২৫ জুলাই) সকালে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, “নির্বাচন যত বিলম্বিত হবে, সংকট সৃষ্টি হবে এবং সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে। সরকার দৃশ্যমান না।”
তিনি বলেন, একটি নির্বাচিত সরকার না থাকার কারণে দেশের নানা সংকট সময়মতো মোকাবিলা করা যাচ্ছে না। সরকারের মধ্যে অভিজ্ঞতার ঘাটতি থাকায় একের পর এক ঘটনায় স্পষ্ট জবাবদিহিতা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন গয়েশ্বর।
বিমান দুর্ঘটনার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
বিডি প্রতিদিন/আশিক