ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে শনিবার সকাল ৯টার দিকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে ঢাকামুখী সার্ভিস লেনের বামপাশে পথচারী ও এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। এরপর শিবচর হাইওয়ে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ি চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া