ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় লাবিব গ্রুপের স্বত্বাধিকারী সালাউদ্দিন আলমগীর টাঙ্গাইলের সখীপুর উপজেলার শতাধিক মসজিদে অর্থ সহায়তা প্রদান করেছেন।
শনিবার বিকেলে সখীপুর পি. এম. পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মো. হাবিব এবং বিশেষ অতিথি ছিলেন লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আলমগীর বলেন, মানুষের উপকারে কিছু করতে পারা আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। মানুষের কল্যাণে কাজ করা ইবাদতের সমান। সমাজের প্রতিটা মানুষের উচিত নিজের অবস্থান থেকে ভালো কিছু করা।
আয়োজনে উপস্থিত বক্তারা বলেন, সখীপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য ও কর্মসংস্থানের আরও বিস্তৃত উন্নয়ন প্রয়োজন এবং এই অনুদান সমাজে মানবিকতা ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তারা আরও বলেন, সালাউদ্দিন আলমগীরের মতো শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক এগিয়ে এলে সখীপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সালাউদ্দিন আলমগীর দীর্ঘদিন ধরে অবদান রেখে যাচ্ছেন, যা একটি শিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিডি প্রতিদিন/এড