খাগড়াছড়ির রামগড়ে অনুমতি ছাড়া বসবাসকারী দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে বেশকিছু ডিভাইস বা তথ্যপ্রযুক্তির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রামগড় থানার ওসি মাইনুদ্দিন জানান, দুই চীনা নাগরিককে অবৈধ প্রযুক্তির সরঞ্জাম পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা হলেন, জিয়াং ছেংথং ও টেং তংগু ও বাংলাদেশি আসিফ উদ্দিন।
গত বৃহস্পতিবার রামগড় পৌরসভার বাজার এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়। পরে তাদের কাছে অবৈধ সরঞ্জাম থাকায় আটক করা হয়।
রামগড় থানার ওসি জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে আসতে বিদেশি নাগরিকের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও তারা নেননি। তাদের কাছ থেকে জব্দকৃত ডিভাইস যাচাই-বাছাইয়ে বিটিআরসির সহযোগিতা নেওয়া হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/এমই