পেরুর দক্ষিণাঞ্চলে আরিকুইপা অঞ্চলের পাহাড়ি এলাকায় বাস খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
আরিকুইপার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান ওয়ালথার ওপোর্টো দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকল কর্মীদের বরাত দিয়ে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৬ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি উপকূলীয় শহর চালা থেকে আরিকুইপা অঞ্চলের দিকে যাচ্ছিল। চলার পথে এটি একটি ভ্যানের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে বাসটি প্রায় ২০০ মিটার (৬৫৬ ফুট) গভীর খাদে ছিটকে পড়ে।
স্থানীয় সরকারের প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি খাদে উল্টে পড়ে আছে এবং এর চারপাশে গাড়ির অংশবিশেষ ও যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আরিকুইপা সরকার জানিয়েছে, ২৬ জন আহতের চিকিৎসা চলছে। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল