নেত্রকোনার কলমাকান্দায় সাপের ছোবলে রায়হান (৬) নামে এক শিশুশ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান ওই এলাকার মো. আক্তার হোসেন ও রাজিয়া বেগম দম্পতির একমাত্র ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে ঘরের পাশে টয়লেটে যায় রায়হান। কিছুক্ষণ পর টয়লেট থেকে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দৌড়ে গেলে দেখতে পান টয়লেটের ভেতরে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দিয়েছে। পরে স্বজনরা দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহরাব হোসাইন লিংকন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। বিষধর সাপের ছোবলেই তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল