মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে নওগাঁর নিয়ামতপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট।
সন্তোষপাড়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে বুধবার (১৫ অক্টোবর) চন্দননগর ইউনিয়নের মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা, যেখানে আটটি উপজেলার ফুটবল দল অংশ নেয়।
টুর্নামেন্টে স্থানীয় দর্শকদের বিপুল সাড়া পড়ে, মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। প্রাণবন্ত খেলায় জমে ওঠে পুরো আয়োজন। ফাইনাল ম্যাচে নিয়ামতপুর একাদশকে ২-০ গোলে হারিয়ে পোরশা উপজেলা একাদশ জয়লাভ করে এবং চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহেব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দিন আহম্মেদ ও ইসাহাক আলী।
আয়োজন শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, জার্সি এবং ফুটবল তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/মুসা