গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার কোচাশহর ইউনিয়নে নয়াহাটে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের মাঝে বিএনপির রাজনৈতিক লক্ষ্য, অঙ্গীকার ও কর্মসূচি তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল।
এতে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সমবায় দলের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ পৌর শাখা সমবায় দলের সভাপতি রেজভী পাটান, গোবিন্দগঞ্জ উপজেলা জাসাসের সদস্য রাজিব সরকারসহ অন্যান্য নেতাকর্মী।
এসময় প্রফেসর ড. কিবরিয়া বলেন, বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার দফার ভিত্তিতে সন্ত্রাস, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।
বিডি প্রতিদিন/এমআই