রাঙামাটিতে ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের দেওয়া হবে বিনামূল্যে টাইফয়েড টিকা। রাঙামাটি ১০টি উপজেলা মিলে এবার টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্র ধরা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৭৪৯জনকে। তার মধ্যে রাঙামাটি বাঘাইছড়িতে- ২৫৪৯৭, বিলাইছড়িতে- ৩৫১২, জুরাছড়িতে- ৩১৪৫, বরকলে- ৬৫০৪, কাপ্তাইয়ে- ৪১৮১, রাজস্থলীতে-৭২৮০, নানিয়ারচরে- ১২১৩১, লংগদুতে- ২৫০০৮, কাউখালীতে- ১৮৮৯৭ ও রাঙামাটি সদর- ৭৯১৯। এরই মধ্যে ১০টি উপজেলা মিলে টিকানিতে ইচ্ছুকের তালিকা প্রণয়ন হয়েছে প্রায় ৪৬ হাজার ১৫০ জনের।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান বিষয়ক গণমাধ্যম কর্মীদের নিয়ে এক বিশেষ ওয়ারেন্টেশন সভা এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো হাবিব উল্লাহ মারুফ।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে এতে রাঙামাটি সিভিল সার্জন নূয়ন খীসা, রাঙামাটির তথ্য অফিসার উপ পরিচালক রাহুল বনিক উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ বলেন, বর্তমান সরকার সারাদেশের সাথে পাহাড়ের পিছিয়ে পড়ার জনগোষ্ঠীদের স্বাস্থ্য সচেতনতাই বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১২ অক্টোবর সরকারের ইপিও আই কর্মসূচির আওতায় দেশব্যাপী শুরু হচ্ছে এ টাইফয়েড টিকাদান কার্যক্রম। তাই যার যার অবস্থান থেকে এ অঞ্চলের শিশুদের টাইফয়েডের জ্বর থেকে রক্ষা করতে টিকাদানের জন্য উৎসাহীত করার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন