সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় মো. আবুল কালাম আজাদ (৫৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেলকে চাপা দিলে এর চালক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বিএনপি নেতার মৃত্যুর সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নিহতের বাড়ীতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/এএম