কক্সবাজারের চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার মালুমঘাট ডুমখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অপহৃত এক নারীকে উদ্ধার করা হয় এবং আটককৃত অপহরণ চক্রের সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ও জব্দ করা হয়েছে। আটককৃতের নাম রমজান আলী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মালুমঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় রমজান আলী নামের এক অপহরণকারীকে অস্ত্রসহ আটক করা হয়। এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তাৎক্ষনিকভাবে আরও জানা যায় সেনাবাহিনী ও উক্ত এলাকায় অভিযানে যুক্ত হয়ে অপহরণচক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/নাজিম