চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলার ভোলাহাট উপজেলার পল্লীমঙ্গল ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইউনেসকো পারটিসেপেশন প্রোগামের আওতায় সাইফুন্নেসা মকবুল চ্যারিটেবল হসপিটাল এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তব্য রাখেন, ইউনেসকো পারটিসেপেশন প্রোগামের পরিচালক ডা. মোসতার ইবনে আইয়ুব, সহ-পরিচালক ডা. সাবিনা ইয়াসমিন ও কানিজ ফাতেমা এবং সাইফুন্নেসা মকবুল চ্যারিটেবল হসপিটালের পরিচালক মো. মিজানুর রহমান। সেমিনারে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক নারী অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ