ফরিদপুরের ভাঙ্গায় বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন শেখ (৩০) ভদ্রাসন গ্রামের শাজাহান শেখের ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আলাউদ্দিন শেখের (২৭)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই ভাইয়ের যৌথ বিদ্যুতের মিটার। শুক্রবার সকাল ৯টার দিকে ছোট ভাই আলাউদ্দিন শেখের ঘরে বৈদ্যুতিক লাইট জ্বলছিলো। বড় ভাই সালাউদ্দিন শেখ এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ছোট ভাই বটি দিয়ে বড় ভাইকে কোপ দেয়। কোপটি পেটে লেগে। গুরুতর আহত অবস্থায় বড় ভাইকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এরপর শুক্রবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।
তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালীউর রহমান বলেন, বৈদ্যুতিক লাইট জ্বালানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বড় ভাই লাঠি দিয়ে ছোট ভাইকে আঘাত করে। এরপর ছোটো ভাই বড় ভাইকে কোপ দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মারা যায়।
তিনি আরও বলেন, ভদ্রাসন গ্রামের শাজাহান শেখের পাঁচ ছেলে। এরমধ্যে সালাউদ্দিন শেখ বড়, আর আলাউদ্দিন শেখ দ্বিতীয় সন্তান। সালাউদ্দিন পেশায় ভ্যানচালক। আর আলাউদ্দিন রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ শেখ বলেন, ঘটনা শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/নাজিম