রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন ছয়টি আবাসিক হল ও ভবন সংস্কারে সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবের অনুমোদন হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, আবাসনসংকট নিরসন ও কিছু হল ও ভবনের সংস্কার জরুরি। সেজন্যই এই সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে আগামী বছর থেকেই কার্যক্রম শুরু হবে। এতে শিক্ষা ও গবেষণার মান উন্নত হবে বলে প্রত্যাশা করেন তিনি।
গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ৫৪৩তম সিন্ডিকেট সভায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্প প্রস্তাব অনুমোদিত হয়।
চূড়ান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে এই উন্নয়ন প্রকল্প ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী ৩ বছরের মেয়াদে বাস্তবায়িত হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন হলে অতিরিক্ত ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনব্যবস্থা নিশ্চিত হবে বলে ধারণা করা হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পে ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ, শেরে বাংলা ফজলুল হক হল পুনর্নির্মাণ, চিকিৎসাকেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন পুনর্নির্মাণ, ইনোভেশন হাব নির্মাণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কারের কথা বলা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি