ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ক্যানবেরার ম্যানুকা ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় অজি অধিনায়ক মিচেল মার্শ।
ম্যাচের ৫ ওভারের পরই বৃষ্টি শুরু হয়। ৪০ মিনিট বিরতির পর খেলা শুরু হলেও ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৮ ওভারে। কিন্তু ৯.৪ ওভারে ভারত ১ উইকেটে ৯৭ রান করার পর আবার বৃষ্টি বাধা দেয়। প্রায় ৬৩ মিনিটের অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
বৃষ্টির মাঝে ভারতের ব্যাটসম্যানদের পারফরম্যান্স কিছুটা চোখে পড়েছে। সর্বোচ্চ রান করেন শুভমান গিল, ২০ বল খেলে ৪ চার ও ১ ছক্কায় ৩৭ রান। অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ২৪ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে। ওপেনার অভিষেক শর্মা ১৯ রান করে নাথান এলিসের বলে আউট হন। বোলিংয়ে এলিস ১.৪ ওভার খরচ করেন ২৫ রান।
এরপর ৩১ অক্টোবর মেলবোর্নে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। পরবর্তী তিনটি ম্যাচ হবে হোবার্ট (২ নভেম্বর), গোল্ড কোস্ট (৬ নভেম্বর) ও ব্রিসবেনের গ্যাবা (৮ নভেম্বর)।
বিডি প্রতিদিন/মুসা