২২ গজে ফের অঘটন। মঙ্গলবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি স্থানীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ১৭ বছর বয়সী এক উঠতি ক্রিকেটারের গলায় বল লাগে। সঙ্কটজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে ফার্নট্রি গালির ওয়ালি টিউ রিজার্ভে। ম্যাচ শুরুর আগে নেটে ওয়ার্ম-আপ করার সময়ে ওই কিশোরের গলায় বল লাগে এবং সে গুরুতর ভাবে আহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত দর্শকরা দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন। এর পর প্যারামেডিকরা সেখানে পৌঁছান। তাকে তৎক্ষণাৎ মনাশ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখতে হয়েছে। সেভেন নিউজ মেলবোর্নের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর থেকেই তার শারীরিক অবস্থা সঙ্কটজনক। ওই ক্রিকেটারকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই মর্মান্তিক ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়।
এই ঘটনা ২০১৪ সালের সেই দুঃখজনক ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজের গলায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ড ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে খেলতে বাউন্সার বল লাগে। এই ঘটনায় লুটিয়ে পড়ে মারা যান হিউজ।
সূত্র: দ্য অস্ট্রেলিয়া.কম
বিডি প্রতিদিন/নাজমুল