একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
মঙ্গলবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা যুবদলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আবদুল বাছেত হিরণ।
বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ছিল, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যখন সবাই মিলে দেশ গঠনে কাজ করার কথা, ঠিক তখন একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র চালাচ্ছে।
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন ঐক্যবদ্ধ থাকার সময়। বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায়। গত সাড়ে ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা কঠিন নির্যাতনের শিকার হয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল