নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের উদ্যোগ নেওয়া হলে জিরো পয়েন্ট থেকে পূর্ব-দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে তারা তখন ক্ষতি স্বীকার করে সহযোগিতা করেছিলেন। কিন্তু খাল খননের পর থেকে খালি জায়গা নামে-বেনামে বেদখল হতে থাকে।
তাদের অভিযোগ, সম্প্রতি ওই জায়গায় বালি ফেলে খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণ শুরু করেছে নোয়াখালী পৌরসভা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না করেই পৌরসভা নতুনভাবে জায়গা দখল করছে বলে দাবি করেন তারা। তাই অবিলম্বে খাল ভরাট বন্ধ এবং দখলদারিত্ব রোধে প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুজ্জাহের হারুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির ও ইফতেখার হোসেন ইফতু প্রমুখ।
তবে অভিযোগ অস্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব মো. আলা উদ্দিন বলেন, ব্যবসায়ীদের অভিযোগ ভিত্তিহীন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সোনাপুর জিরো পয়েন্টে খালের পাড়ে যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে। এটি সরকারি জায়গা, খালের কোনো অংশ দখল করা হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল