কক্সবাজারে বিজিবি ও এপিবিএনের অভিযানে দুই লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়ার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পৃথক অভিযানে মালিকবিহীন এক লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানের সময় চোরাকারবারিরা সাঁতার কেটে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়ার সময় চোরাকারবারীরা একটি কালো ব্যাগ ও শার্টে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে নীল প্যাকেট মোড়ানো অবস্থায় ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর মঙ্গলবার ভোর ৬টায় আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ৯টায় মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। তবে হস্তচালিত নৌকায় রাখা সাদা পলিব্যাগ তল্লাশি করে প্যাকেটে মোড়ানো নীল বায়ুরোধী প্যাকেটের ১০ কাটে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে উখিয়ায় বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হরিদাস নাগের নেতৃত্বে এ অভিযান চালিয়ে এফডিএমএন সদস্য সৈয়দুল আমিন (৩০) কে আটক করা করে।
তিনি ক্যাম্প-১৬ এর এ/২ ব্লকের বাসিন্দা। একই ঘটনায় জড়িত তার শ্যালক সালাম শাহ (২৫) ও শফিউল্লাহ (৩০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/নাজিম