সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া ও বাংলাবাজার বিওপির দায়িত্বাধীন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় শাড়ি, মহিষ, জিরা, গরু, পেঁয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রসাধনী, হেয়ার জেল, শ্যাম্পু ও বিয়ারসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়। এছাড়া অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়েছে।
আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/আশিক