‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’— প্রতিপাদ্যে কুষ্টিয়ায় মানববন্ধন পথসভা ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা। শনিবার সকাল ১১টায় শহরের মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অগণিত প্রাণহানি ঘটছে। একটি দুর্ঘটনা শুধু জীবন কেড়ে নিচ্ছে না, বরং অনেক পরিবারের স্বপ্ন ও সুখ-শান্তি ধ্বংস করছে। তাই দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন।
বক্তরা আর বলেন, সবাই সচেতন হলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। নিয়ম মেনে গাড়ি চালালে এবং ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
তাদের লিফলেটে লেখা ছিল— ট্রাফিক আইন আপনার সুরক্ষার ঢাল। দ্রুতগতি নয়, নিরাপত্তাই হোক অগ্রাধিকার। হেলমেট পরুন, সিটবেল্ট বাঁধুন, মোবাইল ফোন নয়—চোখ রাখুন সড়কে। মাদকাসক্ত চালকই দুর্ঘটনার মূল কারণ। জেব্রা ক্রসিংএ গাড়ি থামান, পথচারীকে পারাপারের সুযোগ দিন। একটুখানি ধৈর্য বাঁচাতে পারে শত প্রাণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচার কুষ্টিয়া জেলা শাখা সভাপতি নুরুন্নবী বাবু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আবু বকর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক লাকি মিজান, আব্দুর রাজ্জাক বাচ্চু ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ। এছাড়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, নিসচা কুষ্টিয়া জেলা শাখার মীর আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক অঞ্জন কৃষ্ণশীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল