নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে বাসার পেছনের জমে থাকা পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে ফতুল্লার শিহাচর বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা আমির আলীর স্ত্রী রোকসানা (৫৫) ও তাদের মেয়ে লামিয়া আক্তার (২২)। নিহত লামিয়া নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাসার পেছনে জমে থাকা বৃষ্টির পানি সেচতে মাঠ পাম্প ব্যবহার করছিলেন রোকসানা। এ সময় পাম্পের বিদ্যুৎ সংযোগের তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে ছুটে গিয়ে লামিয়াও বিদ্যুতের সংস্পর্শে পড়ে পড়েন।
পরে আশপাশের লোকজন দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।”
বিডি প্রতিদিন/মুসা