ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের পর প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন চেলসি গোলশূন্য ড্র দিয়ে। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করে হলেও পরের ম্যাচেই জয়ের ধারা শুরু করেছে লন্ডন ক্লাবটি। শনিবার স্টামফোর্ড ব্রিজে তারা টানা দ্বিতীয় জয় তুলে নিলো ফুলহ্যামের বিরুদ্ধে ২-০ গোলে।
চেলসির জয়ের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো এবং আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। পেদ্রোর গোলের আগেই এনজো দারুণ একটি অ্যাসিস্ট করেন। পরে ম্যাচের দ্বিতীয় গোল আসে পেনাল্টি থেকে, যেখানে ৫৬ মিনিটে ফুলহ্যামের ডি-বক্সে রায়ান সেসেগননের হাতে বল লাগলে ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি ঘোষণা করা হয়। পেনাল্টি থেকে সতীর্থকে জেতানোর সুযোগ নষ্ট করেননি চেলসির সহঅধিনায়ক এনজো ফার্নান্দেজ।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে চেলসি, যেখানে দুই ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৬।
এই মৌসুমে প্রিমিয়ার লিগে স্টামফোর্ড ব্রিজে চেলসি এখনও পর্যন্ত কোন ম্যাচ হারায়নি। ১২ ম্যাচে তাদের ৯ জয় ও ৩ ড্রয়ের রেকর্ড চেলসির দৃঢ়তাকে প্রমাণ করে।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ বাঁ-প্রান্ত থেকে দেওয়া কর্নার কিকে লাফিয়ে উঠে গোল করেন পেদ্রো। ব্রাইটন থেকে এই মৌসুমে চেলসিতে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান ফুটবলার ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ফাইনালেও গোল করেছিলেন এবং পুরো টুর্নামেন্টে ৩ গোলের দেখা পেয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা