আসছে বছরের যুব বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় টানা সফরে সফলতা নিয়েই দেশে ফেরে যুবারা। ক্লান্তি কাটানোর পর সপ্তাহখানেকের মধ্যে আবারও শুরু হয় নতুন মিশন। ৫ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের দল। সে লক্ষ্যেই ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। কোচিং স্টাফরা জানান, বিদেশের কন্ডিশনে খেলতে গেল সফর দুটির অভিজ্ঞতা কাজে আসবে। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় খেলার পর দলের আত্মবিশ্বাস বেড়েছে। এবার ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন এবং ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ড বাই
আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ সবুজ।