বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সব সময় যৌথ নদী কমিশনকে উপেক্ষা করে চলেছে। কমিশনের বৈঠকগুলোয় তারা অনীহা দেখাত। তাই বাংলাদেশের উচিত চীনের সঙ্গে নদী প্রকল্পে এগিয়ে যাওয়া। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের পানিসংকট এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক অদূরদর্শিতা বাংলাদেশের নদী ধ্বংস ও সীমান্তে জমি হারানোর প্রধান কারণ। বাংলাদেশের উচিত ১৯৯৭ সালে জাতিসংঘের পানি কনভেনশনে স্বাক্ষর করা।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন দুর্বল হওয়ায় ছোট দেশগুলো ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। ভারতের স্পার নির্মাণের ফলে বাংলাদেশের নদীতে তীব্র স্রোত তৈরি হয়ে বাঁধ ভেঙে যায়, আর নতুন বাঁধ দিতে গেলেই বিএসএফ বাধা দেয়।
সমাজচিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. মোস্তফা আলী। সভায় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাংবাদিক আবু সাঈদ খান, অধ্যাপক আবদুস সাত্তার, প্রকৌশলী বি ডি রহমত উল্লাহ, জামসেদ আনোয়ার তপন, খুরসিদ আলম স্বপন, এম এ ওয়াহাব, ইসরাত জাহান প্রমুখ।