নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাদ থেকে লাফ দিয়ে মোছাঃ শাবনাজ আক্তার (২০) নামে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে ফতুল্লা শিল্পনগরী বিসিক শিল্পনগরীর এনআর গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত শাবনাজ আক্তার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পারাইল চর এলাকার মোঃ আঃ বারেক মিঞার মেয়ে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার হারুন মিঞার বাড়িতে ভাড়া থেকে এনআর গার্মেন্টসে কাজ করছিলেন।
কারখানার কর্মীরা জানান, হঠাৎ করে ভবনের ছাদ থেকে নিচে পড়ার শব্দ শুনে নিরাপত্তাকর্মীরা দৌড়ে গিয়ে শাবনাজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাবনাজ আক্তার আত্মহত্যা করেছেন। তবে এর পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক