বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
তিনি বলেন, “আওয়ামী লীগ জানতো তারা অন্যায়–অত্যাচারের সঙ্গে জড়িত। জানতো কখনও জনগণের ভোট তারা পাবে না। তাই তারা গণতন্ত্র কেড়ে নিয়ে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল। ভোটকে তারা ভয় পেতো। এজন্যই দেশে ভোটের ব্যবস্থা প্রায় উঠিয়ে দিয়েছিল। তবে এবার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে ফিরে আসবে।”
শনিবার দুপুরে চেম্বার অফ কমার্স মিলনায়তনে বিএনপির আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তৃণমূল নেতা–কর্মীদের উদ্দেশে নওশাদ জমির বলেন, “আমরা ঐক্য থেকে দূরে সরে আসছি। নেতৃত্ব একটি আমানত, এটিকে রক্ষা করতে হবে। যদি অপব্যবহার করেন, কিছুদিন নেতা থাকবেন, তারপর আর থাকবেন না। যারা জনপ্রতিনিধি, তারা আবারও ভোট চাইতে যাবেন। যদি অন্যায়–অত্যাচারের সঙ্গে জড়িত থাকেন, মানুষ ভোট দেবে না। মুখে যাই বলুক না কেন, আচরণ যদি সঠিক না থাকে তবে ভোট পাওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনভাবেই বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেওয়া যাবে না। যদি আচরণ ঠিক রাখতে পারি, তাহলে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। মানুষ অপেক্ষা করছে কখন নির্বাচন হবে, কখন ধানের শীষে ভোট দেবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু। প্রধান বক্তা ছিলেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–সাধারণ সম্পাদক নুরুল আলম মোল্লা, এবং তৃণমূল বিএনপি নেতা–কর্মীরা।
বিডি প্রতিদিন/আশিক