কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আনুমানিক শতবর্ষী ওই বৃদ্ধের নাম বছির উদ্দিন। শনিবার দুপুরের একটু আগে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ওই বৃদ্ধের দুই পরিবারের প্রথম পক্ষের সন্তানদের দাবি যে,বৃদ্ধকে পানিতে ফেলে দ্বিতীয় পক্ষের সন্তানরা হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের সন্তানদের দাবি পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে তিনি পানিতে পড়ে মারা যান। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ওই বৃদ্ধের ২ একর ১১ শতক জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানরা লিখে নেয়। এ নিয়ে বৃদ্ধের দুই পক্ষের সন্তানদের মধ্যে দ্ব›দ্ব লেগেই ছিল। বর্তমানে ওই বৃদ্ধ দ্বিতীয় পক্ষের সন্তানদের বাড়িতে অবস্থান করছিলেন।
এ ব্যাপারে কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম