কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক চার লেন করার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ। বুধবার সকাল ৯টায় সড়কের বুড়িচং ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সড়কের দুই পাশে মাটি ফেলে তিন ফুট করে ছয় ফুট প্রশস্ত করা হবে এবং দ্রুত চার লেনের প্রকল্প বাস্তবায়নে কাজ করবে বলে আশ্বাস দিলে তারা সাড়ে ১১টায় অবরোধ প্রত্যাহার করে। এ সময় তাদের বক্তব্যের মাঝে তীব্র ক্ষোভ প্রকাশ পায়।
জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ৪০ কিলোমিটার অংশের মধ্যে গত দুই বছরে দুর্ঘটনায় চালক যাত্রীসহ প্রাণ হারিয়েছে ৮৭ জন। এ ছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। যাদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করে অভিশপ্ত জীবনযাপন করছেন।
স্থানীয় কংশনগর বাজারের ক্রোকারিজ দোকানদার আনিসুল ইসলাম বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক যেন এক মৃত্যুর মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ক্যান্টনমেন্ট থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত এই সরু রাস্তায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। এভাবে আর কত প্রাণ ঝরবে? আর কত পরিবার তাদের আপনজন হারাবে? অদক্ষ সিএনজি চালক, লাইসেন্সবিহীন অধিকাংশ চালক। অপরদিকে বেশিরভাগ বাস চালকের লাইসেন্স নেই। প্রায়ই বাসের হেল্পারই বাস চালিয়ে থাকে। দেখার কেউ নেই।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, অবরোধের কারণে রাস্তায় যান চলাচল ধীরগতি। অবরোধকারীরা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের আশ্বাসের কারণে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, হঠাৎ করে মানববন্ধন করলে জনগণের ভোগান্তি হয়। আপাতত সড়কের দুই পাশে মাটি ফেলে তিন ফুট করে ছয় ফুট প্রশস্ত করা হবে এবং দ্রুত চার লেনের প্রকল্প বাস্তবায়নে কাজ করবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই