যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আটক দুজনকে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।
ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকার বিএডিসি ভবনের পূর্বপাশে একটি কাভার্ডভ্যান (ট-১১-২১৭৭) তল্লাশি করে এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। কাভার্ড ভ্যানটি বেনাপোল থেকে ছেড়ে যশোর শহরের পালবাড়ি এলাকার দিকে যাচ্ছিল।
উদ্ধার হওয়া অস্ত্রের গায়ে ‘মেড ইন ইউএসএ’, ‘এন জিরো থ্রি’ এবং ‘৭.৬৫ টি রাউন্ড’ খোদাই করা আছে।
আটক দুইজন হলেন— যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের মো. আবদুল আওয়ালের ছেলে মো. ফরহাদ হোসেন (৩২) ও একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক বলেন, কাভার্ড ভ্যানটির চালকের সিটের নীচে কসটেপ দিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলি রাখা ছিল।
তিনি আরও বলেন, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তারা বেনাপোল থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন।
বিডি প্রতিদিন/জামশেদ