ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ তাহেরি (৪) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঘারুয়া গ্রামে। নিহত শিশু ওই গ্রামের ইজিবাইক চালক মোহসিন মাতুব্বরের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটি ঘুম থেকে উঠার পরে বাড়ির উঠানে ছোটদের সাথে খেলছিলো। কোনো একসময় শিশুটি বাড়ির পাশে পুকুরে নামে। এরপর সকাল ৯টার দিকে বাড়ির লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য রওনা হয়। পথিমধ্যে স্থানীয় এক পল্লী চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘারুয়া গ্রামের বাসিন্দা ও ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম