আন্তর্জাতিক ক্রিকেটে উড়ন্ত সূচনার পর চোটে পড়েছেন উইলিয়াম ও’রুর্কি। নিউজিল্যান্ডের এই পেসারকে পিঠের চোটে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। চোটের ধরন অবশ্য বেশ গভীর, সেক্ষেত্রে সময়টা বাড়তেও পারে।
পিঠের নিচের দিকে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে ডানহাতি এই ফাস্ট বোলারের। জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্টে পিঠে অস্বস্তি অনুভব করার পর দেশে ফিরে স্ক্যান করান ও’রুর্কি।
নিউজিল্যান্ড দলের কোচ রব ওয়াল্টার বলেন, এই মুহূর্তে উইলের প্রতি আমরা সমব্যথী ও তার দ্রুত সুস্থতা কামনা করছি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা এত দারুণ করেছে সে, এরপর এমন চোট স্বাভাবিকভাবেই খুব হতাশার। আমরা আশা করছি তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। তিন মাস পর আমরা তার অবস্থা পর্যালোচনা করব।'
ও’রুর্কি এখনও পর্যন্ত ১১টি টেস্টে ৩৯ উইকেট, ১৭টি ওয়ানডেতে ২২ উইকেট ও সাতটি টি-টোয়েন্টিতে সাত উইকেট নিয়েছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে ৯ উইকেট শিকার করেন তিনি।
চোটের কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলো মিস করবেন ও’রুর্কি। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা অনিশ্চিত।
বিডি প্রতিদিন/কেএ