ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে রাশিয়া। অথচ তার ঠিক বিপরীত ছবি দেখা যাচ্ছে ইউক্রেনে। রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে তারা কোনও আধুনিক অস্ত্রের প্রয়োগ করছে না। বরং ভরসা রেখেছে ইয়াক-৫২ বিমানেই।
আকাশসীমায় প্রতিপক্ষের ড্রোন শিকারে সোভিয়েত আমলের কম খরচের এই বিমানই এখন বাজিমাত করছে।
প্রতিবেদন অনুযায়ী, সোভিয়েত জামানার এই বিমান রাশিয়ার অর্ল্যান ১০, জালা’র মতো অত্যাধুনিক ড্রোনকে ধ্বংস করছে। ইউক্রেনের ১১ আর্মি অ্যাভিয়েশন ব্রিগেডকে এই কাজে লাগানো হয়েছে। ইয়াক-৫২ বিমানের এক পাইলট জানিয়েছেন, অত্যাধুনিক সমরাস্ত্রের জামানায় পুরনো এই বিমান দিয়ে ড্রোন শিকার এক অন্য অভিজ্ঞতা। পুরনো অস্ত্র দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করছেন বলেও দাবি ওই পাইলটের।
প্রতিবেদন আরও বলা হয়, ইয়াক-৫২ বিমান দুই আসনের। এতে কোনও রাডার নেই। শুধু তা-ই নয়, শুধু দিনেই ওড়ানো যায় এই বিমান।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিপক্ষের ড্রোন আকাশসীমায় ঢুকলেই বিমান থেকে ‘গানার’ একটার পর একটা ড্রোন লক্ষ্য করে গুলি চালান। মূলত রাশিয়ার অর্ল্যান এবং জালা ড্রোনকেই নিশানা করা হচ্ছে এই বিমান থেকে। ইউক্রেনের এই ড্রোন হামলার কৌশল নজরে রেখেছে রাশিয়া।
বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, রাশিয়াও ইয়াক-৫২ বিমানের আধুনিকীকরণ শুরু করেছে। আধুনিক এই বিমানটি ইয়াক-৫২বি২। এই বিমানে একটি শটগান লাগানো আছে। সেটি বিমানের ডানার নীচে লাগানো হয়েছে। বিমান থেকে বন্দুক দিয়ে গুলি করে ড্রোন ধ্বংস করা অনেক চ্যালেঞ্জিং। দক্ষ ‘গানার’ এবং পাইলটের প্রয়োজন। আর সেই কৌশলই ব্যবহার করছে ইউক্রেন। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
বিডি প্রতিদিন/একেএ